Logo
Logo
×

সারাদেশ

বকশীগঞ্জে মসজিদের অর্ধকোটি টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ

Icon

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৬:৫৩ পিএম

বকশীগঞ্জে মসজিদের অর্ধকোটি টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ

ছবি-যুগের চিন্তা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌর শহরের মিয়াপাড়া জামে মসজিদের নামীয় জমি ও প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকার সচেতন জনসাধারণ।

মসজিদ কমিটি বাতিল, আত্মসাতকৃত টাকা উদ্ধার, মসজিদের নামীয় নিজস্ব জমি ও মার্কেট জবর দখলমুক্ত করার দাবিতে ২৯ জুন রোববার সকাল ১১ টায় তারা মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন। একই দিন বিক্ষোভকারী বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে স্বারকলিপি দিয়েছে।

জানা যায়, বকশীগঞ্জ মিয়া মসজিদের নামে দক্ষিণ বাজারের হাই স্কুল মোড়ে ২২ শতাংশ বাণিজ্যিক জমি রয়েছে। ওই জমিতে ছোট বড় ১৩টি দোকান রয়েছে। মসজিদ কমিটির সভাপতি একই গ্রামের বাসিন্দা আলহাজ আরিফ সিদ্দিকী। আন্দোলনকারীদের অভিযোগ বিগত সরকারের প্রভার খাটিয়ে আলহাজ আরিফ সিদ্দিকী এলাকার লোকজনকে অবগত না করে তার মনগড়াভাবে তার সহোদর ভাই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নাশকতা মামলার আসামী মারুফ সিদ্দিকীকে মৌখিকভাবে স্বল্প মূল্যে লিজ দেয়। সেই লিজের দোহাই দিয়ে মারুফ সিদ্দিকী বিগত ১৭/১৮ বছর যাবৎ মসজিদের জমিতে প্রতিষ্ঠিত মার্কেটের ভাড়ার টাকা ও জামানত বাবদ প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করে। এলাকার লোকজন বিষয়টি নিয়ে একাধিকবার মসজিদ কমিটির সভাপতি আলহাজ আরিফ সিদ্দিকীকে মসজিদের জমি, মার্কেট ও টাকা উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করলেও কোন কাজ হয়নি। তাই এলাকাবাসী ২৯ জুন সকালে বকশীগঞ্জ দক্ষিন বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত স্বারক লিপি প্রদান করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মো: রাশেদুজ্জামান রানা, আরাফাত হোসেন ও ফসাল আহমেদ। 

এব্যাপারে মারুফ সিদ্দিকীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার মতামত জানা সম্ভব হয়নি। 

এব্যাপারে মসজিদ কমিটির সভাপতি আলহাজ আরিফ সিদ্দিকী জানান, মসজিদের সম্পদ এবং টাকা আত্মসাতের কোন ঘটনা নেই। মসজিদের সার্বিক উন্নয়ন ও প্রয়োজনীয় ব্যয় চলমান আছে। যে কোন মুহূর্তে বিষয়টি এক সাথে বসলেই সমাধান হবে। সমাধানের বিষয়টি কোন জটিল বিষয় না। তবে মিথ্যা অভিযোগ দিয়ে কারও সম্মানহানি করা ঠিক না। 

এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা অভিযোগকারীদের আশ্বস্ত করেছেন খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনা তদন্ত হবে। তদন্ত শেষ হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিযোগকারীদের শান্ত থাকার পরামর্শ দেন এবং তদন্ত কাজে সহায়তা চান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন