ছবি-সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট নতুন মসজিদের পেছনের বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—ওয়ার্ল্ড ভিশনের রেজিস্টারভুক্ত শিশু আবু রায়হান (১২) ও এরশাদনগর ৮নং ব্লকের তোফায়েলের ছেলে ওসমান গনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



