Logo
Logo
×

সারাদেশ

ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবি কলাপাড়ায়

Icon

কলাপাড়া, পটুয়াখালী প্রতিবেদক :

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৭:২৩ পিএম

ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবি কলাপাড়ায়

ছবি-যুগের চিন্তা

গ্লোবাল ডে অফ অ্যাকশন উপলক্ষে ‘ টাকা দিন ঋণ মাফ করুন। ব্যবস্থা পরিবর্তন করুন’-স্লোগানের মধ্য দিয়ে ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল শোভাযাত্রা করা হয়েছে। 

আজ শনিবার বেলা ১১ টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে আন্ধারমানিক নদী তীরে মানববন্ধন শেষে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব সড়কে গিয়ে শেষ হয়। 

পরিবেশ সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা),  ওয়াটার কিপার্স বাংলাদেশ, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, ওয়াটার কিপার্স কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসী সভাপতি নাজমুস শাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার সংগঠক নজরুল ইসলাম প্রমুখ। 

বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন মানের উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। জলবায়ু অর্থায়ন, সুশাসন নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন