Logo
Logo
×

সারাদেশ

পশুর নদে ডুবে গেল কার্গো জাহাজ

Icon

বাগেরহাট প্রতিনিধি :

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০২:১৫ পিএম

পশুর নদে ডুবে গেল কার্গো জাহাজ

ছবি - মোংলা বন্দরের পশুর নদে ডুবে যাচ্ছে জাহাজ

মোংলা বন্দরের পশুর নদে ডুবে গেছে একটি কার্গো জাহাজ। শুক্রবার (২৭ জুন) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া এমভি মিজান-১ জাহাজটি ভারতের কলকাতার ভেন্ডেল থেকে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) নিয়ে আসছিল। নারায়ণগঞ্জের বসুন্ধরার ঘাটে যাওয়ার সময় যাত্রাবিরতিকালে মোংলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত জাহাজের চালক মো. শওকত শেখ জানান, তাদের জাহাজটি পশুর চ্যানেলে অ্যাংকর করা অবস্থায় ছিল। এ সময় এমভিকে আলম গুলশান-২ নামে একটি লাইটার কার্গো জাহাজ ধাক্কা দিয়ে তাদের জাহাজের ওপর উঠিয়ে দেয়। এতে ডুবে যায় এমভি মিজান জাহাজ।

চালক আরও জানান, ডুবে যাওয়া জাহাজটিতে ৯১৪ টন ফ্লাইঅ্যাশ ছিল। জাহাজে থাকা ১০ জন স্টাফই সাঁতরিয়ে তীরে উঠেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. মাকরুজ্জামান বলেন, কার্গো জাহাজ ডুবে গেলেও বন্দর চ্যানেল সুরক্ষিত রয়েছে। চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন