ছবি - সংগৃহীত
র্যাব-৮ ও ১৩ যৌথ অভিযান চালিয়ে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে। জানা গেছে, সেনা কল্যাণ সংস্থার টেন্ডারে প্রাপ্ত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের পরিত্যক্ত মালামাল সংগ্রহ করে দুটি ট্রাক মালামালসহ দিনাজপুর জেলার পার্বতীপুর থানার হামিদপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামের মেসার্স এএস ফিলিং স্টেশনসংলগ্ন ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে চাঁদাবাজরা ট্রাক দুইটি অবৈধভাবে আটক করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ট্রাকের ড্রাইভার ও হেলপারদের মারধর করে।
পরবর্তীতে সেনাবাহিনী এবং র্যাবের যৌথ টহল দল ঘটনাস্থলে পৌঁছে তারিকুল ইসলামকে (৩১) আটক করে এবং চাঁদাবাজ গ্রুপের অন্য সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় মোঃ আরিফুল ইসলাম (৩৬) বাদী হয়ে দিনাজপুর জেলার পার্বতীপুর মডেল থানায় গত ৩০ মে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।
এ মামলায় বৃহস্পতিবার বিকালে এজাহারনামীয় পলাতক আসামির অবস্থান নির্ণয় করে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুরের যৌথ আভিযানিক দল মাদারীপুর জেলার সদর থানাধীন অসমত অলি খান ব্রিজের টোল প্লাজা এলাকা থেকে মোঃ মফিজুলকে (৪৮) গ্রেফতার করে।
পরবর্তী কার্যক্রমের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



