Logo
Logo
×

সারাদেশ

হাতিয়ার পুকুরে কুমির : আতঙ্ক

Icon

হাতিয়া (নোয়খালী) প্রতিবেদক :

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০১:১৬ পিএম

হাতিয়ার পুকুরে কুমির : আতঙ্ক

ছবি-সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পুকুরে দেখা মিলল বিশাল আকৃতির একটি কুমিরের। বুধবার সন্ধ্যায় হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাসুদ শরীফের বাড়ির পুকুরে দেখা মেলে এ কুমিরের। বিষয়টি জানাজানি হলে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ও এলাকাবাসী ভিড় করেন সেখানে। খবর পেয়ে বন বিভাগের লোকজন এলেও কুমিরটি দেখে চলে গেছে। 

এলাকাবাসী জানান,পুকুরপাড়ে ভিড় করেন উৎসুক জনতা। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করেন। তবে কুমিরটি কোথা থেকে এসেছে বা কীভাবে পুকুরে এলো, সে বিষয়ে কেউ নিশ্চিত নয়। 

এদিকে কুমির আতঙ্কে রাতভর পাহারা বসিয়েছিলেন স্থানীয় যুবকরা। শিশু ও বৃদ্ধদের পুকুরের ধারে যেতে নিষেধ করা হয়েছে।

পুকুরের মালিক মাসুদ শরীফ বলেন, তিন দিন আগে এক প্রতিবেশী তার রান্নাঘরের পাশে একটি কুমির দেখতে পান। তারপর তারা লাঠিসোঁটা নিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কুমিরটির বিশাল আকৃতি দেখে তারা সবাই ভয় পেয়ে যান। আশপাশের সবাইকে সতর্ক করেন।

তিনি আরও বলেন, ‘বুধবার সন্ধ্যায় আমার স্ত্রী পুকুরে কুমিরটি দেখতে পেয়ে আমাকে জানায়। আমি ফায়ার সার্ভিস ও বন বিভাগকে জানালে তারা এসে দেখে গেলেও উদ্ধার করতে পারেনি। কুমির উদ্ধার করা তাদের কাজ নয় বলে তারা চলে যায়।’

স্থানীয় বাসিন্দা আবদুল হালিম বলেন, ‘প্রথমে ভাবছিলাম গুজব। কিন্তু বিকেলের দিকে নিজের চোখে দেখে অবাক হয়ে যাই। ওটা আসলেই একটা বড় কুমির। আমরা এখন আতঙ্কে আছি, বিশেষ করে বাচ্চাদের নিয়ে।’

হাতিয়া উপকূলীয় বন বিভাগের নলচিরা রেঞ্জের বিট অফিসার আরিফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে বিকেলে গিয়েছিলাম। সন্ধ্যা হয়ে যাওয়ায় ভালোভাবে দেখতে পারিনি। আজ আবারও আমরা সেখানে যাব এবং এটি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। অনেকেই আমাকে বলেছেন। কেউ বলছেন কুমির আবার কেউ বলছেন কুমির সদৃশ। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন