Logo
Logo
×

সারাদেশ

ভোলায় নসিমন ভর্তি সরকারি চালসহ চালক আটক

Icon

ভোলা প্রতিনিধি :

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৯:৩১ এএম

ভোলায় নসিমন ভর্তি সরকারি চালসহ চালক আটক

ভোলায় একটি নসিমন ভর্তি প্রায় ১০০ বস্তা সরকারি চালসহ চালককে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) রাতে জেলার দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকার ভূমি অফিসের সামনের সড়ক থেকে তাকে আটক করে পুলিশ।

আটক চালকের নাম হৃদয়। তার বাড়ি ভোলা পৌর চরনোয়াদ এলাকায় বলে জানা গেছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য অভিযান চালিয়ে একটি নসিমন ভর্তি চালসহ চালককে আটক করে থানায় নিয়ে এসেছে। পরে আমরা চালককে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি নসিমন ভর্তি ১০০ বস্তা ওই চাল সরকারি। বস্তা পরিবর্তন করে দৌলতখান থেকে নসিমন করে ভোলায় নিয়ে যাচ্ছিল। তবে মালিককে এখনো পাওয়া যায়নি। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন