ছবি-যুগের চিন্তা
‘বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান, প্লাস্টিক দূষণের অবসান’-এই প্রতিপাদ্য সামনে রেখে পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ বুধবার (২৫ জুন) সকালে কালেক্টরেট চত্বর থেকে বেলুন উড়িয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক এর কার্যালয় জেলা প্রশাসকের সস্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক, মো. সাবেত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), সুমন চন্দ্র দাস, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, সিভিল সার্জন, ডাঃ মো. মিজানুর রহমান,পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা শাখার সহকারী পরিচালক মো: ইউসুফ আলী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য, বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন ও টিভিসি প্রদর্শন করা হয়। এসময় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণে নদীসহ উপকূলীয় অঞ্চল হুমকির মুখে পড়েছে। সাম্প্রতিক গবেষণায় মাছ, নদীর পানি, এমনকি মাতৃদুগ্ধে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।
পরিবেশবান্ধব সরকার পলিথিন দূষণ বন্ধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাটের পলিথিনসহ বিকল্প ব্যাগ ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। বিকেলে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে গাছের চারা রোপণ করা হবে।



