Logo
Logo
×

সারাদেশ

আশুগঞ্জে ফুল ছেঁড়া নিয়ে সংঘর্ষ, সাত পুলিশসহ আহত ৩০

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৪:৪৪ পিএম

আশুগঞ্জে ফুল ছেঁড়া নিয়ে সংঘর্ষ, সাত পুলিশসহ আহত ৩০

ছবি - সংঘর্ষের পর অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফুল ছেঁড়া নিয়ে দুই গোষ্ঠীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাত পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টা রাত পর্যন্ত উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম জানান।

সংঘর্ষের সময় দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর ছাড়াও অগ্নিসংযোগ করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ১০-১২ দিন আগে মহাজনবাড়ি ও সরকারবাড়ির মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়েছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। মঙ্গলবার বিকালে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই গোষ্ঠীর ছেলেদের মধ্যে ফুটবল খেলা চলছিল। ওই সময় মহাজনবাড়ির একটি ছেলে পাশে একটি কবরস্থান থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসে। এরপর সরকারবাড়ির আরেকজন ছেলে স্কুলের আঙ্গিনা থেকে একটি ফুল ছেঁড়ে।

এ সময় ফুল ছেঁড়া নিয়ে উভয়ের মধ্যে তর্কবির্তক হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। পরববর্তীতে এই বিষয়টি গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে।

এ সময় মহাজন বাড়ির পক্ষে মোল্লাবাড়ি, আছিরের বাড়ি এবং সরকারবাড়ির পক্ষে জাকির মিয়ারবাড়ির লোকজনের সংঘর্ষে অংশগ্রহণ করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলে ইটপাটকেলের আঘাতে তাদের ব্যবহৃত গাড়িও ভাঙচুর করা হয়।

বুধবার আশুগঞ্জ থানার ওসি খাইরুল আলম বলেন, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন