মাগুরায় রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
মাগুরা প্রতিবেদক :
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০১:৪৬ পিএম
ছবি-সংগৃহীত
মাগুরায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সদর উপজেলার টিলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, ওই এলাকার আওয়াল মিয়ার স্ত্রী সেতু খাতুন (৩৫) এবং তাদের ৮ মাসের শিশুসন্তান আনিসা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ওমর ফারুক।
স্বজনরা জানান, সকালে সেতু খাতুন বৈদ্যুতিক রাইস কুকারে ভাত রান্না করছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পাশে থাকা শিশু আনিসা কাছে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বজনরা দুজনকেই উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।



