Logo
Logo
×

সারাদেশ

জেল হাজতে অসুস্থ মোশাররফ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা পরিবারের

Icon

কক্সবাজার প্রতিবেদক :

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০২:০৩ পিএম

জেল হাজতে অসুস্থ মোশাররফ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা পরিবারের

ছবি-সংগৃহীত

প্রবীণ রাজনীতিবিদ, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। ৮৩ বছর বয়সী এই নেতার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।

সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে তাঁর একটি পা ভেঙে যায়। বর্তমানে তিনি লাঠির ভরসায় চলাফেরা করেন। হৃদযন্ত্রে পাঁচটি রিং প্রতিস্থাপন ছাড়াও স্মৃতিভ্রংশের মতো সমস্যায় ভুগছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,তিনি আপনজনদেরও ঠিকমতো চিনতে পারেন না।

তাঁর এই শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পরিবারের পক্ষ থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচারিক প্রক্রিয়ায় সহানুভূতির আবেদন জানানো হয়েছে। তারা বলেন, উচ্চ আদালত থেকে ১১টি মামলায় জামিন পেলেও,নতুন মামলায় তাঁকে আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে ঢাকা বারের জ্যেষ্ঠ আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, 'প্রবীণ এবং অসুস্থ নেতাদের বিষয়ে বিশেষ নজর ও মানবিকতা রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকেই আশা করা যায়।'

আইন বিশেষজ্ঞ অধ্যাপক আসিফ নজরুল পূর্বে মন্তব্য করেছিলেন, 'নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে সচেতন থাকতে হবে।'

বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্র যদি মানবিকতা ও ন্যায় বিচারকে সমান্তরাল ভাবে অগ্রাধিকার দেয়, তাহলে গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে। এমন অবস্থায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন