Logo
Logo
×

সারাদেশ

ভিজিএফের চাল বিতরণে আর্থিক লেনদেন, প্যানেল চেয়ারম্যান আটক

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১০:৩৪ এএম

ভিজিএফের চাল বিতরণে আর্থিক লেনদেন, প্যানেল চেয়ারম্যান আটক

ছবি-যুগের চিন্তা

কিশোরগঞ্জের মিঠামইনে ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগে প্যানেল চেয়ারম্যান মো. ওসমান হোসেন এবং ইউপি সচিব মোহাম্মদ আলমগীর হোসেনকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইটনা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল কাফির নেতৃত্বে পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিজিএফ চাল বিতরণে সময় মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মো. ওসমান হোসেন ও ইউপি সচিব মোহাম্মদ আলমগীর হোসেনের বিরুদ্ধে জনপ্রতি এক হাজার টাকা আর্থিক লেনদেনের অভিযোগে রয়েছে। এ ঘটনায় যৌথবাহিনী ওই দুজনকে আটক করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির জানান, সেনাবাহিনী দুজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। জব্দ করা চাল আনার জন্য পুলিশ  পাঠানো  হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন