Logo
Logo
×

জলবায়ু

অস্বাভাবিক জোয়ারে নিঝুমদ্বীপসহ নিম্নাঞ্চল প্লাবিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৮:৫৯ পিএম

অস্বাভাবিক জোয়ারে নিঝুমদ্বীপসহ নিম্নাঞ্চল প্লাবিত

ছবি সংগৃহীত

 অস্বাভাবিক জোয়ারে নিঝুমদ্বীপসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাতিয়ায় ৩ নম্বর সতর্ক সঙ্কেতের আওতায় থাকায় সবধরনের নৌ-যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপসহ অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের তীব্রতায় বেড়িবাঁধের বাইরে মানুষের বাড়িঘর দোকান-পাটের মালামাল ভেসে গেছে।

হাতিয়ায় ৩ নম্বর সতর্ক সঙ্কেতের আওতায় থাকায় সবধরনের নৌ-যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ মে) সকালে নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় নদী ও সমুদ্র উত্তাল দেখা গেছে। দুপুরের জোয়ারের পানির উচ্চতা বেড়ে নলচিরা ঘাট এলাকায় বেড়িবাঁধের বাইরে, নিঝুমদ্বীপ, চরঘাসিয়া ও ঢালচরসহ নিম্নাঞ্চলগুলো জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

 বুধবার রাত থেকে ধমকা ও ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

নলচিরার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন জানান, জোয়ারের স্রোতে ও ঢেউয়ের আঘাতে শরিফ টি স্টোর, খালেকের চা দোকানসহ ঘাটের পাঁচ-ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলা ১১টার পর আসা জোয়ারের এসব ঘর ক্ষতিগ্রস্ত হয়। ঘাট এলাকার প্রধান সড়কের উপর তিন ফুট উচ্চতায় পানি ওঠে। জোয়ারের সাথে সাথে ঢেউয়ের তীব্রতা বেশি থাকায় ঘাটের এসব দোকানপাট বেশি ক্ষতিগ্রস্ত হয়।

নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক মেম্বার শাহেদ উদ্দিন জানান, দ্বীপের ১, ২, ৩, ৭, ৮ও ৯ নম্বর ওয়ার্ডসহ বেশিভাগ এলাকা অস্বাভাবিক জোয়ারে তলিয়ে যায়। মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। অনেকের ঘরে পানি ঢুকে রান্নাবান্নায় বিঘ্ন ঘটে।

হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন বলেন, বিভিন্ন নিম্নাঞ্চলে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে ত্রাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। ত্রাণ পেলেই দুর্গতদের মাঝে দ্রুত পৌঁছে দেয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন