জলবায়ু বিপর্যয়ে সরাসরি ঝুঁকিতে বিশ্বের ৯০ কোটি দরিদ্র মানুষ: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১০:৫৫ এএম
বিশ্বজুড়ে প্রায় ৯০ কোটি দরিদ্র মানুষ সরাসরি জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছেন— যা বৈশ্বিক দরিদ্র জনগোষ্ঠীর প্রায় ৮০ শতাংশ। এই জনগোষ্ঠীর ওপর জলবায়ু বিপর্যয়ের ‘দ্বিগুণ ও গভীর বৈষম্যমূলক প্রভাব’ পড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
শুক্রবার (১৭ অক্টোবর) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলবায়ু পরিবর্তন দিন দিন তীব্র আকার ধারণ করছে, যার প্রভাবে খরা, বন্যা, তাপপ্রবাহ ও বায়ুদূষণের মতো বিপর্যয় বাড়ছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী।
ইউএনডিপির ভারপ্রাপ্ত প্রশাসক হাওলিয়াং সু এক বিবৃতিতে বলেন, খরা, বন্যা, তাপপ্রবাহ কিংবা বায়ুদূষণের মতো জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব থেকে কেউই পুরোপুরি নিরাপদ নন। তবে সবচেয়ে ভয়াবহ আঘাত পড়ছে অতি দরিদ্র মানুষদের ওপর।
তিনি আরও জানান, আসন্ন নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩০’–এ বিশ্বনেতারা এই সংকট নিয়ে গভীরভাবে আলোচনা করার সুযোগ পাবেন।
ইউএনডিপি ও অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (ওপিএইচআই)-এর যৌথ বার্ষিক গবেষণায় বলা হয়েছে, বিশ্বের ১০৯টি দেশে প্রায় ১১০ কোটি মানুষ— অর্থাৎ বৈশ্বিক জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ— ‘বহুমাত্রিক চরম দারিদ্র্যের’ মধ্যে বসবাস করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ধাক্কায় দারিদ্র্যের এই হার আরও বাড়তে পারে, যদি না দ্রুত কার্যকর জলবায়ু সহনশীলতা ও দারিদ্র্য নিরসন কৌশল গ্রহণ করা হয়।
সূত্র: এএফপি



