Logo
Logo
×

জলবায়ু

দুদক মামলায় রাঙ্গামাটিতে ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

দুদক মামলায় রাঙ্গামাটিতে ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে আদালত  গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে জেলা  দুর্নীতি দমন কমিশনের  করা মামলায় এই প্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

সোমবার  দুপুরে রাঙ্গামাটি জেলা ও দায়রা জর্জ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জর্জ মো. আহসান তারেক এ আদেশ দেন। দুদক জেলা পরিষদের সাবেক সদস্য, নির্বাহী প্রকৌশলীসহ ৯ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয় । 

মামলার আসামিরা হরো  জেলা পরিষদের সাবেক সদস্য সবির কুমার কুমার, সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ ও প্রকোৗশলী  বিরল বড়ুয়াা, সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় চাকমা, উপসহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা, ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মো.মানুনুর রশীদ, ঠিকাদার চিং হেন রাখাইন, মিলন তালুকদার ও অমলেন্দু চাকমা। 

এজাহার সূত্র জানা গেছে, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ অর্থবছরসহ বিগত সময়ে রাঙ্গামাটির বরকল উপজেলায় জেলা পরিষদ থেকে বিভিন্ন উন্নয়ন কাজের জন্য বরাদ্দ দেয়া হয়। কিন্তু বরাদ্দ অনুযায়ী উন্নয়ন কাজ পাওয়া যায়নি। দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন। ২০২৩ সালের ৮ জুন পৃথক চারটি মামলা দায়ের করেন ।মামলা দায়েরের দুই বছর পর আসামিদের প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ পায়।  

দুদকের আইনজীবী অ্যাডভোকেট জুয়েল দেওয়ান বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য, সাবেক নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলী ও ঠিকাদারদের বিরুদ্ধে দুদকের দায়ের করা চারটি মামলায় চার্জশিট বিজ্ঞ আদালতে দাখিল করা হয়। আদালত আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নেয়।  যা ফলে চার মামলায় প্রত্যেক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আসামীরা ফরাতক রয়েছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন