Logo
Logo
×

রাজধানী

রাজধানীর আবাসিক হোটেল থেকে গ্রেফতার ৩০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৭:৫৭ পিএম

রাজধানীর আবাসিক হোটেল  থেকে গ্রেফতার ৩০

ছবি- সংগৃহীত

রাজধানীর আদাবর থানাধীন আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মাদক অভিযান পরিচালনা করে তিনজন এবং অন্য অভিযোগে ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ জুন) আদাবর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৫ জুন) ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।

মেহেদী হাসান বলেন, বুধবার আদাবর থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৬ জন নারী ও চারজন পুরুষসহ মোট ২০ জনকে গ্রেফতার করে। এছাড়া মাদক অভিযান পরিচালনা করে তিনজন এবং অন্যান্য অভিযোগে সাতজন আসামিসহ মোট ৩০ জনকে গ্রেফতার করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন