Logo
Logo
×

রাজধানী

মহা সমাবেশের ডাক পল্লী বিদ্যুৎ সমিতির

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম

মহা সমাবেশের ডাক   পল্লী বিদ্যুৎ সমিতির

ছবি- যুগের চিন্তা

অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন এবং চেয়ারম্যানের অপসারণসহ ৭ দফা দাবিতে কাল সোমবার মহাসমাবেশের ডাক দিয়েছে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এই দাবিতে গত ১২ দিনযাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় গতকাল রোববার নতুন এ কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম। অবস্থান কর্মসূচির ১২তম দিনে আন্দোলনরতদের সঙ্গে সংহতি জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোন বৈষম্য মানা হবেনা। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা মাঠে পরিশ্রম করে দেশের জনগণকে বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছে। তারা কোন অন্যায্য দাবি নিয়ে আসেনি।

মানবিক মর্যাদাপূর্ণ জীবনের জন্য আন্দোলন করছে। তারা মানুষের ভোগান্তি সৃষ্টি করে নাই,  বিদ্যুৎ সেবা চালু রেখে  সুশৃঙ্খলভাবে আন্দোলন করছে। পল্লী বিদ্যুৎ কর্মীরা অশান্ত হলে দেশে অন্ধকার নেমে আসবে। তাদের সে পথে ঠেলে দেবেন না। তিনি বিদ্যুৎ উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন অবিলম্বে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসুন আলোচনার মাধ্যমে তাদের ন্যায্য দাবি মেনে নিন। 

পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন কর্মসূচিতে এনসিপির পূর্ণ সমর্থন জানিয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে। এই কাঠামো ভাঙতে সকলকে হাত লাগাতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 

দমন-পীড়ন বন্ধ,  কর্মপরিবেশ অস্থিতিশীলকরার দায়ে আরইবি চেয়ারম্যানের অপসারণসহ ০৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী। তাদের অভিযোগ, বিদ্যমান সংকট সমাধানে বিদ্যুৎ উপদেষ্টা ও বিদ্যুৎ বিভাগকে একাধিকবার অনুরোধ জানানো হলেও বিআরইবির প্ররোচনায়  কর্ণপাত করছে না তারা। উল্টো তাদের বক্তব্য ও কর্মকাণ্ড পরিস্থিতি আরো অস্থিতিশীল করে তুলছে। সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন