Logo
Logo
×

রাজধানী

ডিএনসিসির জরুরি কন্ট্রোল রুম চালু, জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১২:৫৫ এএম

ডিএনসিসির জরুরি কন্ট্রোল রুম চালু, জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা

ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) হঠাৎ করে হওয়া অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত মোকাবেলায় জরুরি কন্ট্রোল রুম চালু করেছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে ডিএনসিসির মুখপাত্র মো. জোবায়ের হোসেন জানান, কোনো এলাকায় জলাবদ্ধতা দেখা দিলে নগরবাসীকে ১৬১০৬ নম্বর হটলাইনে কিংবা কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭৩৩৯৮২৪৮৬-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “ঢাকা উত্তরের যেকোনো এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া মাত্রই তা দ্রুত দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে ডিএনসিসি বিভিন্ন জায়গায় ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং জরুরি টিম প্রস্তুত রেখেছে, যার ফলে অনেক জায়গায় জলাবদ্ধতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট বিভাগ বলছে, নগরবাসীর সহযোগিতা ও তথ্য দেওয়ার মাধ্যমেই সমস্যা দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন