Logo
Logo
×

রাজধানী

টানা বৃষ্টিতে যাত্রাবাড়ী এলাকায় সড়কে হাঁটু পানি

Icon

আরাফাত হোসেন ঢাকা ঃ

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৯:৫২ পিএম

টানা বৃষ্টিতে যাত্রাবাড়ী এলাকায় সড়কে হাঁটু পানি

ছবি - যুগের চিন্তা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সকাল থেকেই সারা দেশে টানা বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। সড়কে খানা-খন্দ ও বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে বেড়েছে দুর্ভোগ। টানা বৃষ্টি আর দমকা হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।

রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কাজলা, দনিয়া, শনিরআখড়া, গেন্ডারিয়াসহ বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্বতা। আবার কোথাও মূল সড়ক ও বিভিন্ন অলিগলিতে পানি জমে থাকায় সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। অনেক জায়গায় বৃষ্টির পানিতে সড়ক ডুবে থাকতে দেখা গেছে।  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সায়েদাবাদ, যাত্রাবাড়ী, টিটিপাড়া, গোপীবাগ, টিকাটুলী, নারিন্দা, স্বামীবাগ, গেন্ডারিয়া ও দয়াগঞ্জসহ পুরান ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় বেহাল অবস্থা তৈরি হয়েছে। এতে রাজধানীবাসী পড়েছেন ভোগান্তীতে।

এদিকে আবহাওয়া অফিস বলছে, আরও দুদিন থাকতে পারে বৃষ্টিপাত। এছাড়া পার্বত্য অঞ্চলে রয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ জানান, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন