Logo
Logo
×

রাজধানী

তিন দফা দাবিতে জবি শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের আন্দোলন চলছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১১:৩৫ এএম

তিন দফা দাবিতে জবি শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের আন্দোলন চলছে

তিন দফা দাবিতে জবি শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের আন্দোলন চলছে

তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) দিনভর আন্দোলনের পর রাতেও তারা রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান করেন।

বৃহস্পতিবার (১৫ মে) সকালেও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবহার করে আন্দোলনে যোগ দিচ্ছেন।

কাকরাইল এলাকা ঘুরে দেখা গেছে, মৎস্যভবন থেকে কাকরাইলমুখী সড়কে শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়েছে, ফলে যান চলাচল বন্ধ রয়েছে। কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং মাঝপথে বসে পড়েও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র নিরাপত্তা জোরদার করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৩ মে) দুপুরে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি দল তিন দফা দাবিতে ইউজিসিতে যায়। কিন্তু আশানুরূপ সাড়া না মেলায় ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করে ‘জুলাই ঐক্য’ নামে আন্দোলনরত প্ল্যাটফর্মটি। এর অংশ হিসেবে বুধবার শিক্ষার্থীরা মৎস্যভবন অতিক্রম করে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে পুলিশের টিয়ারগ্যাস ও লাঠিপেটায় অন্তত ৩০ জন আহত হন, যাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, ইংরেজি বিভাগের শিক্ষক নাসিরউদ্দিন, ইতিহাস বিভাগের শিক্ষক বেলাল, সহকারী প্রক্টর নাইম সিদ্দিকি ও জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন লিমনসহ অনেকে। আহতদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের পর অধ্যাপক রইছ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার ও আমাদের দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, আমার শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা হয়েছে। সহকারী প্রক্টর পর্যন্ত রেহাই পাননি। এই অমানবিক ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কেউ ক্যাম্পাসে ফিরবে না।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাকরাইলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন