Logo
Logo
×

রাজধানী

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:০৯ পিএম

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ

ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে বায়ুদূষণের মাত্রা বেড়ে চলেছে, যার মধ্যে ঢাকার বাতাসও ক্রমশ দূষিত হয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই টানা কয়েক দিন ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল, এবং আজও সেই ধারা অব্যাহত রয়েছে।  

রোববার (১১ মে) সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে পাওয়া তথ্যে জানা যায়, ১২৯ স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে।  

এ তালিকায় ১৭৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যা এখানকার নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। একই সময়ে ১৭৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের শহর দিল্লি।  

এদিকে ১৫৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চিলির শহর সান্তিয়াগো।  

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৫১ থেকে ২০০ স্কোর পর্যন্ত বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’, এবং ৩০১ থেকে ৪০০ স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য হয়।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।  

বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদ্‌রোগ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ছে, যা শিশু, প্রবীণ ও অসুস্থদের জন্য বিশেষভাবে ক্ষতিকর।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন