Logo
Logo
×

রাজধানী

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরা ব্লকেড, যানজটে ভোগান্তি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১১:১৮ পিএম

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরা ব্লকেড, যানজটে ভোগান্তি

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় শিক্ষার্থী ও জনসাধারণ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বিএনএস সেন্টারের সামনে মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা, যার ফলে প্রায় দুই কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

প্রতিবাদকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন, যেমন: “দফা এক, দাবি এক—লীগ নট কাম ব্যাক”, “আওয়ামী লীগ নিষিদ্ধ চাই”, “সুশীলতা বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর”, এমনকি “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে উত্তরা এলাকা।

আন্দোলনে বক্তব্য দেন ‘জুলাই ব্রিগেড’-এর সংগঠক সরদার রিয়াদ। তিনি বলেন, “জুলাই-আগস্টে যেসব ভাইদের হারিয়েছি, তাদের রক্ত বৃথা যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।” একই সঙ্গে ‘জুলাই রেভুলেশন অ্যালায়েন্স’-এর সদস্য লাবিব মুহাম্মদ বলেন, “আর কোনো অজুহাত চলবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়, যা যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলে। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন।

ঘণ্টাখানেক চলার পর শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দ্রুত আইন পাসের’ আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে সড়ক ছাড়েন, এরপর মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন