Logo
Logo
×

রাজধানী

মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ০১:০৭ পিএম

মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (৭ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহতরা হলেন—ফাতেমা (৪০), তার মেয়ে সাদিয়া (২০) এবং এগারো মাস বয়সী নাতনি ইসরাত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ফাতেমা ও সাদিয়ার শরীরের ৭ শতাংশ করে এবং শিশু ইসরাতের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা সবাই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

দগ্ধ ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌস জানান, ভোরে তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা তিনজনই দগ্ধ হন। বিস্ফোরণের সঠিক কারণ এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন