Logo
Logo
×

রাজধানী

বায়ুদূষণের বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট, দেশজুড়ে পলিথিন জব্দসহ ইটভাটা ধ্বংস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৬:৩৫ পিএম

বায়ুদূষণের বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট, দেশজুড়ে পলিথিন জব্দসহ ইটভাটা ধ্বংস

ছবি : বায়ুদূষণের বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট

পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে ৬ মে ২০২৫ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।  

মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল-এর নেতৃত্বে মোহাম্মদপুরে নির্মাণ সামগ্রী উন্মুক্তভাবে রাখার অভিযোগে বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী অভিযান পরিচালিত হয়। এতে ৭টি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।  

একই দিনে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসারে মতিঝিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ অভিযানে ৮টি মামলার মাধ্যমে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।  

রংপুর জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বাজারজাত ও বিক্রয়ের অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৫৫ (সংশোধিত ২০১০)-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ১টি মামলার মাধ্যমে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮৪ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি দোকান মালিক ও সাধারণ জনগণকে সতর্ক করা হয়।  

এছাড়া নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও যশোরে বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে তিনটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলার মাধ্যমে ৩ লক্ষ টাকা জরিমানা আদায় এবং ৩টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ধ্বংস করা হয়।  

পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে মন্ত্রণালয়ের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন