Logo
Logo
×

রাজধানী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৭:১১ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ছয়শ পরিচ্ছন্নতাকর্মী নিয়ে শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কে এবং যাত্রাবাড়ী থেকে কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।

ডিএসসিসির জনসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা সকাল ৬টায় পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেন। অভিযানের মাধ্যমে প্রায় ১০ কিলোমিটার মহাসড়ক এবং রাস্তার আইল্যান্ডে জমে থাকা দীর্ঘদিনের বর্জ্য অপসারণ করা হয়।

প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, মহাসড়ক ও আইল্যান্ডে জমে থাকা বর্জ্য বায়ুদূষণের পাশাপাশি পরিবেশের ক্ষতি করছিল। যেহেতু এই সড়ক সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন, তাই নিয়মিত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ সম্ভব হয়নি। তবে বিশেষ অভিযানের মাধ্যমে মহাসড়ক পরিষ্কার করায় স্বাস্থ্যঝুঁকি কমবে এবং পরিবেশদূষণ হ্রাস পাবে।

এছাড়া আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার ও ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছে ডিএসসিসি। ২৩ এপ্রিল থেকে খাল-ড্রেন উদ্ধারে বিশেষ অভিযান চালানো হবে। ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং নিয়মিত লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অভিযানে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার, নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন