ছবি : সংগৃহীত
বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে রাজধানীতে ঝোড়ো হাওয়ার পর স্বস্তির বৃষ্টি নামে। দিনের তীব্র গরমের পর এই বৃষ্টি রাজধানীবাসীর জন্য আরামদায়ক ছিল।
দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় মেঘ জমতে শুরু করে। ঝোড়ো বাতাসের সাথে সাথে হালকা বৃষ্টি হয়। যদিও কিছু এলাকায় বৃষ্টি হয়েছে, আবার অনেক স্থানে মেঘাচ্ছন্ন আকাশ দেখা গেছে। তবে বৃষ্টি হওয়া এলাকায় রাস্তাঘাট ভিজে যায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমবে। তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের আভাস পাওয়া গেছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় বিস্তৃত এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এছাড়া, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সারা দেশে কিছুটা হলেও গরমের প্রকোপ কমবে।



