Logo
Logo
×

রাজধানী

বাংলা নববর্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে ঝলমলে ড্রোন শো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:১৩ পিএম

বাংলা নববর্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে ঝলমলে ড্রোন শো

ছবি : সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ড্রোন শো ঢাকার আকাশকে ঝলমলে করে তুলেছে। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ঢাকার চীনা দূতাবাসের কারিগরি সহযোগিতা এবং বাংলাদেশ সরকারের সমর্থনে এই শো শুরু হয়।

ড্রোন শোতে ছাত্র-জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদের প্রতীকী চিত্র, পানির বোতল হাতে মুগ্ধতার প্রতীক, ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনা প্রদর্শিত হয়। পাশাপাশি, বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছাবার্তাও শোতে স্থান পেয়েছে। জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থান থেকে শুরু করে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদকেও প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে।

ড্রোন শোর আগে বৈশাখী কনসার্টের আয়োজন করা হয়। বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গানের দল বেসিক গিটার লার্নিং স্কুলের খুদে শিল্পীদের পরিবেশনা দিয়ে কনসার্টের সূচনা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক প্রতিনিধি, এবং সরকারি ও বেসরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই আয়োজনে অংশ নেন।

বাংলা নববর্ষের প্রথম দিনের এই বিশেষ আয়োজন রাজধানীবাসীর মধ্যে আনন্দ এবং উদ্দীপনা সৃষ্টি করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন