Logo
Logo
×

রাজধানী

বংশালে লেপ-তোশকের দোকানে আগুন, নিহত ১

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পিএম

বংশালে লেপ-তোশকের দোকানে আগুন, নিহত ১

ছবি : সংগৃহীত

ঢাকার বংশালে একটি পাঁচতলা ভবনের নিচতলায় লেপ-তোশকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও আটজন।

সোমবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে নাজিমুদ্দিন রোডের মাকডরোশা মাজার এলাকার ওই ভবনে আগুন লাগে। নিহত ব্যক্তি আমিনুদ্দিন (৬৫) নামের এক দোকানকর্মী বলে জানা গেছে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভবনের ভেতর থেকে ১৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়া আটজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

এদিকে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন