
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ১০:০২ পিএম
শাহবাগে ফুলের দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীর শাহবাগে একটি ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান নিশ্চিত করেছেন যে শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আগুন নেভানোর জন্য পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনা পর্যবেক্ষণে তৎপরতা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।