
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পিএম
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পিএম

ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে রাজধানীতে কর্মজীবী মানুষের ফেরার চাপ বাড়তে শুরু করেছে। আজ শনিবার বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে সদরঘাটে লঞ্চযোগে আসা মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে।
নয় দিনের দীর্ঘ ঈদের ছুটি শেষ হচ্ছে আজ। রোববার থেকে কর্মস্থল খুলে যাওয়ার কারণে অধিকাংশ মানুষ আজকের মধ্যে ঢাকায় ফেরার চেষ্টা করছেন। গতকাল শুক্রবারও রাজধানীতে ফেরার সংখ্যা উল্লেখযোগ্য ছিল।
সদরঘাটে ভিড় ও দুর্ভোগ
সদরঘাটে লঞ্চকর্মীদের মতে, গত কয়েক দিনের তুলনায় আজ মানুষের ভিড় অনেক বেশি। অধিকাংশ লঞ্চ ঢাকায় যাত্রী নামিয়ে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার দিকে ফিরে যাচ্ছে। ফলে টার্মিনালে মানুষের ভিড় এবং কিছুটা দুর্ভোগের চিত্র দেখা গেছে। যাত্রীরা টার্মিনাল থেকে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে বাধ্য হচ্ছেন।
লঞ্চ চলাচল ও পরিস্থিতি
বাংলাদেশ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত ৭০-৭৫টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় পৌঁছেছে। অতিরিক্ত চাহিদার কারণে বিশেষ কিছু লঞ্চ ছাড়া হচ্ছে। ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৪০টি নৌরুটে শতাধিক লঞ্চ যাতায়াত করছে।
যাত্রীদের অভিজ্ঞতা
যাত্রীরা বলছেন, পদ্মা সেতু চালু হওয়ার কারণে লঞ্চে যাত্রীর সংখ্যা কিছুটা কমলেও ঈদের ছুটির সময় অতিরিক্ত চাপ থাকে। সদরঘাটে গাড়ি পেতে অনেকেই দুর্ভোগে পড়ছেন।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রাজ মিয়া বলেন, ‘ঈদের ছুটি শেষে বরিশাল থেকে ঢাকায় ফিরছি। আজকের ভিড় বেশি হলেও সেটা খুব বেশি বলা যাবে না। তবে টার্মিনালে দুর্ভোগ হয়েছে।’
এই পরিস্থিতি চলতি সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ঈদের ছুটির এই সময়ে যাত্রীদের ফিরতি ভ্রমণ নিয়ে টার্মিনালগুলোতে চাপ এবং দুর্ভোগের বিষয়টি বারবার নজরে এসেছে। কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে।