Logo
Logo
×

রাজধানী

রাজধানী ঢাকায় ঈদের ছুটির পর বাড়ছে যাত্রী চাপ, সদরঘাটে ভিড়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০১:২৫ পিএম

রাজধানী ঢাকায় ঈদের ছুটির পর বাড়ছে যাত্রী চাপ, সদরঘাটে ভিড়

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের পঞ্চম দিনে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। দীর্ঘ ৯ দিনের ঈদ ছুটির পর আজ শনিবার (৫ এপ্রিল) থেকে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। বিশেষ করে সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে আসা মানুষের চাপ বেড়েছে।

শুক্রবার থেকে ঢাকা ফিরতে শুরু করা মানুষদের সংখ্যা আজ তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং আগামীকাল রবিবারেও একই ধরনের ভিড় থাকার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

লঞ্চ কর্মীরা জানাচ্ছেন, গত দু'দিনের চেয়ে আজ ভিড় বেশি হয়েছে। প্রায় সব লঞ্চই যাত্রী নিয়ে আবার দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে। এর ফলে টার্মিনালে মানুষের জট এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। অনেক যাত্রীকেই দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে।

তবে, কিছু কিছু মানুষ এখনও গ্রামে ফিরে যাওয়ার জন্য রাজধানী ছাড়ছেন, ফলে রাজধানী এখন অনেকটা ফাঁকা এবং যানজটমুক্ত বলা চলে। সদরঘাট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সকাল ৮টা পর্যন্ত ৭০-৭৫টি লঞ্চ ঢাকায় এসে পৌঁছেছে। লঞ্চগুলো যাত্রী নিয়ে আবার দ্রুত টার্মিনাল ত্যাগ করেছে।

বিআইডব্লিটিএ’র কর্মকর্তা আরিফ বলেন, "গত দু'দিনের তুলনায় আজ একটু ভিড় বেশি।" তিনি জানান, ঈদের ছুটির পর ঢাকায় ফেরা মানুষের চাপ আজ কিছুটা বেড়েছে এবং চলতি সপ্তাহের মধ্যে অধিকাংশ মানুষ আবারও কাজের উদ্দেশ্যে ঢাকায় ফিরে আসবে।

এদিকে, পদ্মা সেতুর কারণে বরিশাল থেকে লঞ্চ যাত্রীদের চাপ কিছুটা কমেছে বলে জানিয়েছেন কয়েকজন যাত্রী। তবে, চাপ থাকা সত্ত্বেও অনেক যাত্রীকে সদরঘাটে গাড়ি পেতে দুর্ভোগ পোহাতে হয়েছে।

বাংলাদেশ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ জানায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে প্রায় ১০০টি লঞ্চ চলাচল করছে, এবং বিশেষ লঞ্চগুলো অতিরিক্ত যাত্রীদের চাহিদা মেটাতে ব্যবস্থাপনাও করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন