
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০২:০০ এএম
মঙ্গলবার সকাল-সন্ধ্যা ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০২:১৩ পিএম

ছবি : সংগৃহীত
পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য মঙ্গলবার ঢাকার কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস থাকবে না।
সোমবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত বনানী ডিওএইচএস, শহীদ মঈনুল রোড এবং স্বাধীনতা স্বরণীসহ আশেপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আগাম দুঃখ প্রকাশ করেছে।