
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:২৬ পিএম
বংশাল পাকিস্তান মাঠ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০২:০২ এএম
-67eaf4e569573.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকার বংশাল পাকিস্তান মাঠ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে পাঠানো হয়।
দগ্ধদের মধ্যে রয়েছেন, রিমঝিম (১৬), মেহেদী হাসান (২৫), সাগর (২৫), ইকবাল (৩৩), নয়ন (২৯) এবং অপূর্ব (১৮)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বংশাল পাকিস্তান স্মার্ট এলাকার একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ৬ জন জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে রিমঝিমের শরীরে বার্ন ইনজুরি হয়েছে, মেহেদী হাসানের ১ শতাংশ, সাগরের ১১ শতাংশ, ইকবালের ২ শতাংশ, নয়নের ৭ শতাংশ এবং অপূর্বর ১ শতাংশ শরীর বার্ন হয়েছে। এর মধ্যে সাগরকে ভর্তি করা হয়েছে, অন্যদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।