
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ১১:৩৩ এএম
যাত্রাবাড়ীতে প্রায় ৪৭ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১১:৫৫ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৪৬ হাজার ৯০০ পিস ইয়াবাসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। বৃহস্পতিবার সকালে ধানমন্ডি জোনাল টিম এই অভিযান পরিচালনা করে।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একটি বাসযোগে ইয়াবার একটি বড় চালান যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় প্রবেশ করতে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ধানমন্ডি জোনাল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ ফুট ওভার ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৬,৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৯২ লাখ ৪০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত
ডিসি ইলিয়াস কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।