
প্রিন্ট: ২৬ মার্চ ২০২৫, ০৬:৪৬ এএম
জুমার নামাজ শেষে ফিলিস্তিনে হামলার বিচার দাবিতে মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০২:৪২ পিএম

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিচার দাবি করে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা শুক্রবার (২১ মার্চ) বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল করে। নামাজ শেষে তারা সালাম ফিরিয়ে নারায়ে তাকবির আল্লাহু আকবার বলে স্লোগান দেন এবং একটি মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে চলে যান।
একই সময়ে, বাইতুল মোকাররম মসজিদের উত্তরপাশে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ শুরু করে।
বিক্ষোভকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সরেজমিনে দেখা যায়, পল্টন মোড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার এবং দুইটি প্রিজন ভ্যান রাখা হয়েছে। মসজিদের প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে। নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের ব্যাগ তল্লাশি করছে পুলিশ। সাদা পোশাক এবং মহানগর গোয়েন্দা পুলিশের বিপুলসংখ্যক সদস্য জ্যাকেট পরে অবস্থান নিয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী, জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করবে। ছাত্রশিবির ও জামায়াতের সদস্যদেরও মসজিদ এলাকায় উপস্থিতি লক্ষ্য করা গেছে।