
প্রিন্ট: ২৬ মার্চ ২০২৫, ০২:৩৮ পিএম
গুলশানে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:৩৯ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশান এলাকার পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে সুমন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এক গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত আনুমানিক ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে পরীক্ষা করে নিশ্চিত হন যে, তিনি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তবে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার পরিচয় শনাক্ত এবং ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
ঘটনাস্থলে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টিম উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছে। তারা আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়ে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে ঘটে গেছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।