Logo
Logo
×

রাজধানী

পুলিশের লাঞ্ছনার প্রতিবাদে মেট্রোরেল কর্মীদের কর্মবিরতি, টিকিট ছাড়াই যাত্রী চলাচল

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:৫৭ এএম

পুলিশের লাঞ্ছনার প্রতিবাদে মেট্রোরেল কর্মীদের কর্মবিরতি, টিকিট ছাড়াই যাত্রী চলাচল

ফাইল ছবি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চার কর্মীকে এমআরটি পুলিশের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মেট্রোরেল কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। অভিযুক্ত পুলিশ সদস্যদের এক দিনের মধ্যে স্থায়ীভাবে বরখাস্ত না করা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

তবে যাত্রীদের দুর্ভোগ এড়াতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে নির্ধারিত শিডিউল অনুযায়ী মেট্রোরেল চললেও কাউন্টারে কর্মীরা টিকিট বিক্রিতে অংশ নেননি, ফলে যাত্রীরা বিনা টিকিটে চলাচল করছেন।

গতকাল রাত ২টায় ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’ ব্যানারে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ৬ দফা দাবি জানানো হয়। এতে অভিযুক্ত পুলিশ সদস্যদের বরখাস্ত ও শাস্তি, মেট্রোরেলের নিরাপত্তার জন্য নিজস্ব বাহিনী গঠন, কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণ, স্টেশনের পেইড জোনে অননুমোদিত প্রবেশ নিষিদ্ধকরণ এবং আহত কর্মীর চিকিৎসার দায়িত্ব গ্রহণের দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দাবি পূরণ না হলে মেট্রোরেল স্টাফরা কর্মবিরতি চালিয়ে যাবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কয়েকজন কর্মী জানিয়েছেন, ১৭ মার্চ সকাল থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন