
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ১০:২৯ পিএম
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:১২ পিএম

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ
চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে রাজধানীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৫ মার্চ) রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জাহাংগীর।
‘বুড়ির নাতি’ নামে পরিচিত সাজ্জাদের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশের তালিকায় তার নাম শীর্ষ অপরাধীদের মধ্যে থাকায় তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল প্রশাসন।
গত ২৮ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেন সাজ্জাদ। তিনি বলেন, ওসিকে ধরে এনে অক্সিজেন মোড়ে ‘ল্যাংটা করে পেটাবেন।’ এ ঘটনার পরই পুলিশের পক্ষ থেকে সাজ্জাদকে ধরতে তথ্যদাতাদের জন্য নগদ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
এর আগে, ৫ ডিসেম্বর চট্টগ্রামের অক্সিজেন মোড়ে সাজ্জাদকে ধরতে গেলে পুলিশের সঙ্গে তার সহযোগীদের সংঘর্ষ হয়। পালানোর সময় পুলিশের ওপর গুলি ছোড়ে সে, এতে দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হন।
সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে বেপরোয়া হয়ে ওঠেন সাজ্জাদ। নির্মাণাধীন ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২১ সেপ্টেম্বর চান্দগাঁও থানার অদূরপাড়ায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে তার বাহিনী।
সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। ২০২৩ সালের ১৭ জুলাই অস্ত্রসহ গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে ফের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও, পাঁচলাইশ ও হাটহাজারী এলাকায় তার দাপটে সাধারণ মানুষ আতঙ্কে ছিল। অবশেষে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।