
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০২:১৯ এএম
রোববার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:৪৯ পিএম

ছবি : সংগৃহীত
মেট্রোরেল প্রকল্পের (এমআরটি লাইন-১) আওতায় পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য আগামীকাল রোববার (১৬ মার্চ) রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা কামারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বলাকা ভবন পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এতে গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প কারখানাসহ সব ধরনের গ্রাহকরা গ্যাস সেবা থেকে বঞ্চিত হবেন।
এছাড়া, উত্তরার সব সেক্টর, উত্তরখান, দক্ষিণখান ও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।