
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম
জুরাইনে কয়েল কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:০৮ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীর কদমতলীর জুরাইনে একটি মশার কয়েল তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাবিব (৫৩) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাবিব শরীয়তপুর সদরের বাংলাবাজার গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি রাজধানীর জুরাইনে অবস্থিত ‘কমান্ডার মশার কয়েল’ কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
তার সহকর্মী ইসমাইল জানান, হাবিবের সঙ্গে তিনি একই কারখানায় কাজ করতেন। ঘটনার সময় কাজ করার ফাঁকে হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে আসেন হাবিব। মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাবিবকে ইফতারের কিছুক্ষণ আগে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।