
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম
রাজধানীর উত্তরখান এলাকায় উপাধ্যক্ষ খুন, গ্রেপ্তার দম্পতির দায় স্বীকার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৫:২৩ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যা মামলায় গ্রেপ্তার দম্পতি রুপা বেগম ওরফে জান্নাত এবং নাজিম হোসেন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন।
বুধবার (১২ মার্চ) তাদের আদালতে হাজির করা হলে, ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল হাসান তাদের জবানবন্দি রেকর্ডের আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফা জেরিন রুপার এবং ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নাজিমের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, উপাধ্যক্ষ সাইফুর রহমান হত্যার নেপথ্যে ছিল ধর্ষণচেষ্টা। নাজিম ও রুপাকে চাকরি দেওয়ার কথা বলে বাসায় ডেকে আনতেন সাইফুর রহমান এবং নাজিমের অনুপস্থিতিতে রুপার প্রতি অসদাচরণ ও আপত্তিকর আচরণ করতেন।
৯ মার্চ রাতে সাইফুর রহমান রুপাকে ধর্ষণের চেষ্টা করলে তার স্বামী প্রতিবাদ করেন। এতে ধস্তাধস্তির একপর্যায়ে নাজিম ও রুপা মিলে সাইফুর রহমানকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
১১ মার্চ ফরিদপুর রেলস্টেশন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ।
১০ মার্চ সকালে রাজধানীর উত্তরখান থানার পুরানপাড়ার একটি ফ্ল্যাটের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমানের মরদেহ। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়।
পরে নিহতের ভাই মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।