
প্রিন্ট: ২৬ মার্চ ২০২৫, ০৬:১৮ এএম
রাজধানীতে হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপালকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১১:৫৪ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরখানে নিজ বাসায় নৃশংসভাবে খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া (৫০)।
রোববার (৯ মার্চ) দিবাগত রাতে উত্তরখানে তার বাসা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লেক ভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ (সোমবার) বিকেলে পুলিশ তার মরদেহের সুরতহাল করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান জানান, সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারা এই হত্যার সঙ্গে জড়িত এবং এর পেছনের কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসান জানান, স্থানীয়দের তথ্য অনুযায়ী, সাইফুর রহমান গত ছয় মাস ধরে উত্তরখান মাজার রোড পুরান পাড়া এলাকায় একাই বসবাস করছিলেন। দুই-একদিন আগে তার বাসায় এক তরুণ-তরুণী অতিথি হিসেবে এসেছিলেন। ঘটনার পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যরা শান্তিনিকেতন এলাকায় বসবাস করেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন।