
ছবি : সংগৃহীত
রাজধানীর বিজিবি সদর দপ্তরের একটি আবাসিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে চারজন আহত হয়েছেন।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ১০ তলা ভবনের ৮ম তলায় আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে রাত ৭টা ৫৮ মিনিটের মধ্যে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে পলাশী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট যোগ দিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে আহত চারজনকে উদ্ধার করা হয়েছে, তবে তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য জানানো হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।