
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৭:৪৯ এএম
বনানীতে শ্রমিকদের অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০১:২৬ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ বেলা ১১টা পর্যন্তও অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। যার ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অবরোধের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বনানীর মারুফ স্টোরের কর্মচারী মো. তুহিন জানান, সকাল ৭টায় দোকান খুলে দেখেন রাস্তা বন্ধ। যাত্রীরা ফুটপাত দিয়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, তবে প্রচণ্ড ভিড়ের কারণে সেটাও কঠিন হয়ে পড়েছে।
সোনা মিয়া (৬০) বলেন, আমি গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, কিন্তু রাস্তা বন্ধ থাকায় কোনো বাস পাচ্ছি না। কিছুটা পথ হেঁটেছি, কিন্তু আর কত দূর এভাবে যেতে পারব?
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, সকাল সাড়ে ৮টায় আগারগাঁও থেকে উত্তরার অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিন্তু সাড়ে ৯টায় জাহাঙ্গীর গেটে এসে আটকে যাই। পরে ক্যান্টনমেন্ট হয়ে সৈনিক ক্লাব পর্যন্ত এসে হাঁটতে শুরু করি। বনানী পার হলে গাড়ি বা সিএনজি পেলেই অফিসে পৌঁছানোর চেষ্টা করব।
রাস্তা বন্ধ থাকায় মহাখালী থেকে বনানীমুখী এবং এয়ারপোর্ট দিক থেকে আসা গাড়িগুলো আটকে পড়েছে। বাসগুলো বনানী কবরস্থানের মোড়ে যাত্রী নামিয়ে ঘুরিয়ে দিচ্ছে, ফলে এয়ারপোর্ট সড়কে যানবাহনের চাপ বেড়েছে।
এর আগে বনানী চেয়ারম্যানবাড়ি ইউটার্নে দ্রুতগামী ট্রাকচাপায় এক নারী নিহত ও একজন আহত হন। এই ঘটনার প্রতিবাদে সকাল থেকেই সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা।