
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৭:৪৯ এএম
বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:৪৪ এএম

রাজধানীর বনানীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে দ্রুতগামী একটি ট্রাক রাস্তা পার হওয়া গার্মেন্টসকর্মীদের ধাক্কা দিলে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপর একজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর শ্রমিকরা বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার দুই পাশের সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প অবরোধ করেন, ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, দুর্ঘটনায় এক শ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছেন। তবে স্থানীয়দের মতে, দুর্ঘটনায় তিনজন জড়িত থাকতে পারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।