
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০২:১০ এএম
রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ম্যানুয়াল টোল আদায়, ভোগান্তিতে যাত্রীরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৩:০৭ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা বাদ দিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। এতে যানজট আরও বেড়ে যাওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রোববার (২ মার্চ) থেকে এক্সপ্রেসওয়ের তেজগাঁও সংযোগ র্যাম্পের মুখে কর্মীদের দাঁড়িয়ে ম্যানুয়ালভাবে টোল আদায় করতে দেখা যায়। ফলে বিশেষ করে পিক আওয়ারে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে।
টোল কর্মীরা জানান, রোদের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করায় তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এদিকে, এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের পরামর্শে সড়কে যানজট কমাতে স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা বন্ধ করা হয়েছে।
তবে, ম্যানুয়াল টোল আদায়ের ফলে অনেক যাত্রী অসন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা পুনরায় চালুর দাবি জানিয়েছেন।