Logo
Logo
×

রাজধানী

শেওড়াপাড়া কাঁচাবাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮ পিএম

শেওড়াপাড়া কাঁচাবাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া মেট্রো স্টেশন সংলগ্ন কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের সবকটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে বাজারের দোকানগুলোর পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। অনেকের জীবিকার একমাত্র অবলম্বন এই বাজারের দোকানগুলো ছিল। স্থানীয়রা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

অনুসরণ করুন