
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৭:৩৯ এএম
রাতভর রাজধানীতে অপরাধ বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম

ছবি : সংগৃহীত
সম্প্রতি, রাজধানীসহ সারা দেশে বেপরোয়া অপরাধীরা অস্ত্র ঠেকিয়ে, গুলি ছুঁড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাতের মাধ্যমে লুট করছে সর্বস্ব। এতে, জনমনে ছড়িয়েছে আতঙ্ক।
মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর নভোথিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলা বিশেষ কার্যক্রম পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। পরে, যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।
ডিএমপির কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। চোর বা ছিনতাইকারী সন্দেহে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, "জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্যে যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক বা চাঁদাবাজি হোক, বরদাস্ত করা হবে না। আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে।"
এর আগে, ধানমন্ডি আবাহনী মাঠের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় বিজিবি। তাদের দাবি, মূল সড়ক ছাড়াও অলিগলিতে নজরদারি রাখা হচ্ছে।
ঢাকা ব্যাটলিয়ন ২৬ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহমুদ বলেন, "কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেগুলোর পুনরাবৃত্তি রোধে অভিযান পরিচালনা করা হচ্ছে।"
উল্লেখ্য, মঙ্গলবারই উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দেয় পথচারীরা। পরে, পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।