Logo
Logo
×

রাজধানী

ধানমন্ডি ৩২ নম্বরে ‘রহস্যজনক’ আন্ডারগ্রাউন্ড থেকে সরানো হলো পানি, কী মিলল এখনো অজানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম

ধানমন্ডি ৩২ নম্বরে ‘রহস্যজনক’ আন্ডারগ্রাউন্ড থেকে সরানো হলো পানি, কী মিলল এখনো অজানা

ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ির ‘রহস্যজনক’ আন্ডারগ্রাউন্ড থেকে জমে থাকা পানি নিষ্কাশন করেছে ফায়ার সার্ভিস। তবে সেখানে কী পাওয়া গেছে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।  

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার আগে সেচ কাজ সম্পন্ন হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ভবনের নিচতলায় জমে থাকা পানি সরানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্ডারগ্রাউন্ড থেকে সেচযন্ত্রের মাধ্যমে পানি তুলে ধানমন্ডি লেকে ফেলা হয়। সরেজমিনে দেখা গেছে, পানি নিষ্কাশনের পর নিচতলায় নোংরা আবর্জনা ও ভাঙা ইটের টুকরো পাওয়া গেছে। তবে ভবনের নিচে আরও কী রয়েছে, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।  

সম্প্রতি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয়। এরপরই সেখানে একটি গভীর আন্ডারগ্রাউন্ডের অস্তিত্ব সামনে আসে। অনেকেই ধারণা করছেন, এখানে ‘আয়নাঘর’ নামে একটি বিশেষ কক্ষ রয়েছে, যা দীর্ঘদিন গোপন ছিল।  

এই রহস্য উন্মোচনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি অন্যান্য সংস্থাও বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে আন্ডারগ্রাউন্ডের ভেতরে কী আছে, সেটি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন