Logo
Logo
×

রাজধানী

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করল সিটিটিসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৭ পিএম

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করল সিটিটিসি

ছবি : সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে ফুটপাতে পড়ে থাকা তিনটি ককটেল সদৃশ বস্তু সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২:৩০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে আরিফ নামে এক ব্যক্তি এ বিষয়ে তথ্য দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমপি জানায়, শেরেবাংলা নগর থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আনন্দ সিনেমা হলের সামনে ফুটপাতে একটি কালো ব্যাগে তিনটি বিস্ফোরক সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে তারা দ্রুত এলাকা ঘিরে ফেলে এবং আশপাশের নিরাপত্তা নিশ্চিত করে।

সিটিটিসির তথ্য অনুযায়ী, শেরেবাংলা নগর থানা পুলিশ বিষয়টি জানালে, বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে, পুরাতন বাণিজ্য মেলা মাঠে নিয়ে গিয়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বস্তুগুলো সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন